Friday, November 25, 2011

Bhorta Recipe




Kaski macher bora / কাচকি মাছের বড়া

উপকরণ  
কাচকি মাছ
হলুদ গুড়া 
পেয়াজ কুচি
কাচা মরিচ কুচি
ধনে গুড়া
জিরা গুড়া
রসুন বাটা
লবন
প্রস্তুত প্রণালী
কাচকি মাছ  গুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে, এরপর কিছুক্ষন হলুদ আর লবন মাখিয়ে রেখে দিতে হবেতারপর পানিটা ঝরিয়ে নিয়ে এর সাথে পেয়াজ কুচি, কাচা মরিচ কুচি (ইচ্ছামত), ধনে গুড়া , জিরা গুড়া , ধনে পাতা কুচিরসুন বাটা , লবন দিয়ে মাখিয়ে নিত হবেএরপর ছোট ছোট বড়ার আকারে গড়ে নিয়ে বেসনে ঢুবিয়ে ভেজে নিতে হবে


চাইলে অন্য ভাবেও করতে পারেন মাছের বড়াসেজন্য আগে একটু হলুদ আর লবন দিয়ে মাছ টাকে অল্প পানি দিয়ে হালকা সিদ্ধ করে নিন  পানি শুকিয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন এরপর হালকা হাতে বাকি উপকন গুলো মিশান
এরপর বড়ার আকার দিন. ডিমে বা বেসনে ডুবিয়ে ভেজে তুলুন



Sim alu begun bhorta / শিম আলু বেগুন ভর্তা

শিম আলু বেগুন ভর্তা
উপকরণ :
শিম ৮-১০টি, বেগুন ১টি (মাঝারি সাইজের),
আলু ৪টি (মাঝারি সাইজের),
পেঁয়াজ কুচি ১ চা চামচ,
শুকনামরিচ ৩-৪টি,
সরিষার তেল ১ চা চামচ,
লবণ পরিমাণমতো,
ধনেপাতা কুচি ১ চা চামচ

প্রণালী :
শিম এবং বেগুন একসাথে সেদ্ধ করে নিন
আলু আলাদা সেদ্ধ করুন
সেদ্ধ আলু এবং বেগুনের খোসা ফেলে শিমসহ একসাথে চটকে নিন
লবণ, সরিষার তেল, ধনেপাতা কুচি, শুকনামরিচ, পেঁয়াজ, চটকানো শিম, আলু ও বেগুন একসাথে ভালোভাবে মেখে ভর্তা তৈরি করুন

শিম আলু বেগুন ভর্তা
উপকরণ :
শিম ৮-১০টি, বেগুন ১টি (মাঝারি সাইজের),
আলু ৪টি (মাঝারি সাইজের),
পেঁয়াজ কুচি ১ চা চামচ,
শুকনামরিচ ৩-৪টি,
সরিষার তেল ১ চা চামচ,
লবণ পরিমাণমতো,
ধনেপাতা কুচি ১ চা চামচ

প্রণালী :
শিম এবং বেগুন একসাথে সেদ্ধ করে নিন
আলু আলাদা সেদ্ধ করুন
সেদ্ধ আলু এবং বেগুনের খোসা ফেলে শিমসহ একসাথে চটকে নিন
লবণ, সরিষার তেল, ধনেপাতা কুচি, শুকনামরিচ, পেঁয়াজ, চটকানো শিম, আলু ও বেগুন একসাথে ভালোভাবে মেখে ভর্তা তৈরি করুন
শিম আলু বেগুন ভর্তা
উপকরণ :
শিম ৮-১০টি, বেগুন ১টি (মাঝারি সাইজের),
আলু ৪টি (মাঝারি সাইজের),
পেঁয়াজ কুচি ১ চা চামচ,
শুকনামরিচ ৩-৪টি,
সরিষার তেল ১ চা চামচ,
লবণ পরিমাণমতো,
ধনেপাতা কুচি ১ চা চামচ

প্রণালী :
শিম এবং বেগুন একসাথে সেদ্ধ করে নিন
আলু আলাদা সেদ্ধ করুন
সেদ্ধ আলু এবং বেগুনের খোসা ফেলে শিমসহ একসাথে চটকে নিন
লবণ, সরিষার তেল, ধনেপাতা কুচি, শুকনামরিচ, পেঁয়াজ, চটকানো শিম, আলু ও বেগুন একসাথে ভালোভাবে মেখে ভর্তা তৈরি করুন